HighlightNewsরাজ্য

ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে কলকাতায় ঐতিহাসিক বিক্ষোভ বিভিন্ন গণসংগঠনের

আব্দুস সালাম, টিডিএন বাংলা: প্রায় ১ মাস ধরে ফিলিস্তিনে ইসরাইলের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে কলকাতায় ঐতিহাসিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করল বিভিন্ন গণসংগঠন। গতকাল বৃহস্পতিবার ২ অক্টোবর দুপুর ১ টায় মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত এই প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে সংখ্যালঘু যুব ফেডারেশন, জমিয়তে আহলে হাদিস, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াত, আইমা সহ বিভিন্ন গণসংগঠন। হাজার হাজার মানুষের এই সমাবেশ থেকে স্লোগান ওঠে “নারী ঘাতি শিশু ঘাতি ইসরাইল দুরহটো”, “ফ্রী প্যালেস্টাইন”, যুদ্ধের নামে গণহত্যা বন্ধ কর” ইত্যাদি।

এদিন সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল মতিন সাহেব সমস্ত ধরনের ইসরাইলি পণ্য দ্রব্য বর্জন করার ডাক দেন। ইসরাইলি পণ্য ব্যবহার করা মুসলিমদের জন্য হারাম বলেও উল্লেখ করেন তিনি। এদিন তিনি বলেন, “ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভে শরিক হওয়ার পূর্বে ইসরাইলি পণ্য দ্রব্য বর্জন করুন। কারণ আপনার থেকে আয় করা অর্থ দিয়েই ইসরাইল সামরিক অস্ত্র কিনছে। আর সেই অস্ত্র দিয়েই হত্যা করছে ফিলিস্তিনের নাগরিকদের।”

সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাহেব বলেন, “আমরা অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করার দাবি জানাচ্ছি। যুদ্ধের নামে ফিলিস্তিনের স্কুল, কলেজ, হাসপাতাল, শরণার্থী শিবিরগুলোতে হামলা ও এই বর্বরোচিত গণহত্যা কখনই মেনে নেওয়া যায় না।” তিনি ফিলিস্তিনে গণহত্যা বন্ধে ভারত সরকার কোনো ভূমিকা না রাখায় মোদী সরকারের তীব্র সমালোচনা করেন। অন্যান্য বক্তারাও প্রায়ই একই মত পোষণ করেন। তারা ইসরাইলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন জানানোর সিদ্ধান্তেরও নিন্দা জানান।

Related Articles

Back to top button
error: