টিডিএন বাংলা ডেস্ক: আজ দিল্লি সীমান্তে জমায়েত হওয়া কৃষকদের আন্দোলনের পঞ্চম দিন। লাগাতার চারদিন ধরে ভয়ঙ্কর ঠান্ডার মধ্যেই কেন্দ্রের নয়াকৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখিয়ে চলেছেন হাজার হাজার কৃষকরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তরফ থেকে শর্তসাপেক্ষে আলোচনার প্রস্তাবে ইতিমধ্যেই বাতিল করেছে আন্দোলনরত কৃষক সংগঠনের সদস্যরা। তারা কোনমতেই বুরারি গাঁও-এর কাছে নিরংকারি ময়দানে গিয়ে বিক্ষোভ দেখাতে রাজি নন। দিল্লি হরিয়ানা সীমান্তের সিংঘু বর্ডারে রাস্তা সিল করে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। এই পরিস্থিতিতে কৃষকদের সমর্থন করে কেন্দ্রের মোদি সরকারকে আক্রমণ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা।
একটি টুইট করে প্রিয়াঙ্কা গান্ধী লিখেছেন,”নাম কৃষি আইন কিন্তু সমস্ত লাভ পুঁজিপতি বন্ধুদের। কৃষকদের সাথে কথা না বলে কিভাবে কৃষি আইন তৈরি করা যেতে পারে? এর মাধ্যমে কিভাবে কৃষকদের স্বার্থ উপেক্ষা করা যেতে পারে? সরকারকে কৃষকদের কথা শুনতে হবে। আসুন সবাই একজোট হয়ে কৃষকদের সমর্থনে সরব হই।”
नाम किसान कानून
लेकिन सारा फायदा अरबपति मित्रों काकिसान कानून बिना किसानों से बात किए कैसे बन सकते हैं? उनमें किसानों के हितों की अनदेखी कैसे की जा सकती है?
सरकार को किसानों की बात सुननी होगी। आइए मिलकर किसानों के समर्थन में आवाज उठाएं।#SpeakUpForFarmers pic.twitter.com/av8i7jhUpt
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) November 30, 2020
নিজের এই টুইটের সাথে একটি ভিডিও শেয়ার করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। ওই ভিডিওতে অন্নদাতা কৃষকদের উপর হওয়া অত্যাচারের প্রসঙ্গ উল্লেখ করে দেশবাসীর কাছে আবেদন করা হয়েছে একজোট হয়ে কৃষকদের সমর্থন করার জন্য।