বিনা শর্তে কৃষক সংগঠনের সদস্যদের সঙ্গে কথা বলার জন্য প্রস্তুত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ; দাবি কৃষক নেতার

ছবি টুইটার থেকে।

টিডিএন বাংলা ডেস্ক: কোন রকম শর্ত ছাড়া কৃষক সংগঠনের সদস্যদের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনটাই দাবি করেছেন কৃষক নেতা বুটা সিংহ। কৃষক নেতা বুটা সিংহের দাবি তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে টেলিফোনে কথোপকথন করেছেন। তিনি জানিয়েছেন, অমিত শাহ কোন শর্ত ছাড়াই কৃষক সংগঠনের সদস্যদের সঙ্গে আলোচনায় বসার জন্য প্রস্তুত। খুব শীঘ্রই ৩৬টি কৃষক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ।