খোকাবাবু, উনি কোলে চড়ে রাজনীতিতে এসেছেন: নাম না করে অভিষেককে কটাক্ষ দিলীপ ঘোষের

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: খোকাবাবু, উনি কোলে চড়ে রাজনীতিতে এসেছেন। নাম না করে ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। সোমবার প্রাতঃ ভ্রমণে বেরিয়ে দিলীপ বাবু বলেন, ‘খোকাবাবু, উনি কোলে চড়ে রাজনীতিতে এসেছেন।’ এমনকি তৃণমূল যুব সভাপতিকে মাফিয়া বলেও আক্রমণ করেন বিজেপি রাজ্য সভাপতি। আবার তিনি বলেন, ‘আমি সাধারণ মানুষের জন্য গুন্ডামি করছি। আর গুন্ডামির দেখেছে টা কি, আরও গুন্ডামি হবে।’