HighlightNewsদেশ

“অমিত শাহের পুত্র বিসিসিআই সচিব হন কীভাবে? জীবনে কত রান করেছে সে?” বিজেপিকে আক্রমণ স্ট্যালিন-পুত্রের

টিডিএন বাংলা ডেস্ক: অমিত শাহের পুত্র জয় সাহ ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই-এর সচিব হয়ে গেলেন কীভাবে? জয় শাহ সারা জীবনে কবে কোথায় কত রান করেছে? পরিবারবাদ প্রসঙ্গে অমিত শাহের প্রশ্নের উত্তরে বিজেপিকে পাল্টা আক্রমণ করলেন স্ট্যালিন-পুত্র তথা রাজ্যের ক্রীড়ামন্ত্রী উদয়নিধি স্ট্যালিন। গত শুক্রবার তামিলনাড়ুর চেন্নাইয়ে বিজেপির একটি কর্মসূচিতে যোগ দিয়ে তামিলনাড়ুর ক্ষমতাসীন দল ডিএমকে-কে কে একটি পরিবারতান্ত্রিক দল বলে তীব্র আক্রমণ করেছিলেন অমিত শাহ।

সেই ঘটনার প্রতিক্রিয়ায় ৪৮ ঘণ্টার মধ্যে তার পাল্টা জবাব দিলেন ডিএমকে প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের পুত্র তথা রাজ্যের ক্রীড়ামন্ত্রী উদয়নিধি স্ট্যালিন। বিসিসিআই সচিব জয় শাহের উদাহরণ টেনে উদয়নিধির পাল্টা কটাক্ষ, ‘‘আপনার ছেলে জীবনে কত রান করেছেন, জানাবেন?” এদিন তিনি আরও বলেন, ” অমিত শাহ বলছেন, আমাদের দলের নেতাদের নাকি একটাই লক্ষ্য, আমাকে মুখ্যমন্ত্রী বানানো। কিন্তু আমি অমিত শাহকে জিজ্ঞেস করতে চাই, আপনার ছেলে বিসিসিআইয়ের সচিব হন কী করে?’’ এর পরেই জয়ের খেলাধুলোর অজানা ইতিহাসকে সরাসরি কটাক্ষ করে স্ট্যালিন-পুত্র বলেন, ‘‘উনি কতগুলি ম্যাচ খেলেছেন, কত রানই বা করেছেন, জানাবেন?”

Related Articles

Back to top button
error: