করোনায় মৃত গঙ্গাতে কত? পরিসংখ্যান জানেনা কেন্দ্র

টিডিএন বাংলা ডেস্ক : করোনা আবহে অক্সিজেনের অভাবে কত জনের মৃত্যু হয়েছিল? জবাবে কেন্দ্র জানিয়েছিল, উত্তর জানা নেই। ফের একবার কেন্দ্রের জবাব, ‘পরিসংখ্যান নেই’।

দ্বিতীয় ঢেউ চলাকালীন বিহার, উত্তরপ্রদেশে করোনা মৃতের দেহ গঙ্গার চরে পুঁতে রাখা বা জলে ভাসানোর ছবি দেখেছিল গোটা দুনিয়া। সংখ্যাটা কত? এক প্রশ্নের জবাবে কেন্দ্র জানালো পরিসংখ্যান নেই। সংসদে একটি লিখিত প্রশ্নের জবাবে জলশক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী বিশ্বশ্বর টুডু জানান, নমামি গঙ্গে প্রকল্পে ১২৬ কোটি টাকা প্রচার খাতে খরচ করা হবে বলে ধার্য করা হয়েছে। এর পরেই বিরোধী শিবিরের অভিযোগ, প্রচার সর্বস্ব প্রকল্পের উপর এখন সবথেকে বেশি জোর দিচ্ছে কেন্দ্র। তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়নের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিহার উত্তরপ্রদেশের কিছু জেলায় এমন ঘটনার রিপোর্ট কাগজে বেরোলেও এই মর্মে কোনও সুনির্দিষ্ট পরিসংখ্যান কেন্দ্রের কাছে নেই। এই বিষয়টি নিয়ে শোরগোল হতেই বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডের মুখ্যসচিব এবং সমস্ত জেলা প্রশাসনকে নির্দেশিকা পাঠানো হয়।

কেন্দ্রের দাবি, কোভিড প্রটোকল মেনে দ্রুত দেহগুলো তুলে সৎকারের ব্যবস্থা করতে বলা হয়েছিল ওই নির্দেশিকায়। কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে কাজ সম্পন্ন করা হয়েছে এবং মৃতদের পরিবারগুলি ক্ষতিপূরণ পেয়েছে বলে দাবি করেছে কেন্দ্র।