ফের বৃষ্টির ভ্রুকুটি! সপ্তাহান্তে ভাসতে পারে বাংলা

ছবি সংগৃহীত ,প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক : রাজ্যে ফের বৃষ্টির ভ্রুকুটি। চলতি সপ্তাহের শেষের দিকে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ ও আগামীকাল বুধবার আকাশ পরিষ্কার থাকলেও বৃহস্পতিবার থেকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা সহ রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়ে দিল হাওয়া অফিস।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এক্ষেত্রেও ভিলেন সেই পশ্চিমী ঝঞ্ঝা। যা আজই উত্তর পশ্চিম ভারত থেকে এই রাজ্যে প্রবেশ করবে। একই সঙ্গে বঙ্গোপসাগরের উপরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আর এই জোড়া ফলাতেই ফের ভিজতে চলেছে বঙ্গ। এদিকে ধীরে ধীরে তাপমাত্রার পারদ চড়তে থাকায় শীত কার্যত উধাও হওয়ার পথে। আজ কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে যা ২ ডিগ্রি কম। পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রির আশপাশে থাকবে। আজ বিকাল পর্যন্ত শীতের আমেজ থাকলেও আগামীকাল থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। জানিয়েছে হাওয়া অফিস।

রাজ্যে আগামী কয়েকদিনে, শীতের প্রভাব আরও কমবে। রাতের তাপমাত্রা আগামী তিন দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়বে। একইসঙ্গে বৃষ্টির দাপট বাড়বে উত্তরের জেলাগুলিতেও। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙের মতো পাহাড়ি জেলাগুলিতে আগামী তিন থেকে চার দিন হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।