ফরাক্কায় অন্তঃসত্ত্বা মহিলাকে গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: অন্তঃসত্ত্বা মহিলাকে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা থানার গোপালনগরে। জখম ওই মহিলার নাম সাবেরা বিবি(২৮)। বর্তমানে তিনি বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় অভিযুক্ত স্বামী তফিজুল শেখের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মহিলার পরিবার। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত তফিজুল। পুলিশ তদন্ত শুরু করেছে।