টিডিএন বাংলা ডেস্ক: মার্কিন রাষ্ট্রপতি হিসেবে যোগ দেন কে মেনে নিতে পারছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রবিবার রাশিয়ার একটি সরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেন তিনি। এ প্রসঙ্গে ওই সাক্ষাৎকারে তিনি বলেন,”মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ যাঁর ওপরে ভরসা করেন তাঁর সঙ্গেই কাজ করতে চাই। তবে প্রতিপক্ষ যখন অন্যের জিত মেনে নেন তখনই তাকে জয় বলি। তা নাহলে আইনের রাস্তায় জয়কে মান্যতা পেতে হবে।”
প্রসঙ্গত, ২০১৬ সালে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করার সময় মার্কিন গোয়েন্দা সংস্থা গুলি দাবি করেছিল ট্রাম্পের এই জয়ের পেছনে হাত রয়েছে রাশিয়ার পুতিন সরকারের। উল্লেখ্য, জো বিডেন প্রসঙ্গে এই ধরনের মন্তব্য করার পর আমেরিকার সঙ্গে রাশিয়ার সম্পর্কের ওপর কোনো ক্ষতিকর প্রভাব পড়বে কিনা তা নিয়ে পুতিনকে ওই সাক্ষাৎকারে প্রশ্ন করা হলে তাঁর সাফ জবাব আমেরিকা ও রাশিয়ার সম্পর্ক আগে থেকেই নষ্ট হয়ে রয়েছে তাই নতুন করে কিছু ক্ষতি হওয়ার নেই।