টিডিএন বাংলা ডেস্ক: এবার মিম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন মিমের অন্যতম মুখ আনোয়ার পাশা। আজ তৃণমূল কংগ্রেস যোগদান করে সাংবাদিক সম্মেলনে আনোয়ার পাশা বলেন, ‘ সব ধর্মের সহাবস্থান বাংলায়। তাতে বিভাজনের চেষ্টা হচ্ছে। ভোট ভেঙে বিহারে ক্ষমতায় এসেছে গেরুয়া শক্তি।বিহারে যা হয়েছে বাংলায় তা হতে দেওয়া যাবে না। গেরুয়া শক্তিকে রুখতে মমতার হাত শক্ত করুন।’