টিডিএন বাংলা ডেস্ক: আদিবাসী আবেগকে সম্মান দিতে বিরসা মুন্ডার জন্মদিনে রাজ্যে ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঁকুড়ার খাতড়ায় জনসভা থেকে তিনি এই ঘোষণা করেন। সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যে মূর্তিতে মালা দেওয়া হয়েছিল তা তো বিরসা মুন্ডারই নয়। এক আদিবাসী শিকারির। আমি শিকারি বলে তাঁকে ছোট করছি না, সেও আমার ভাই। কিন্তু এই মিথ্যাচারটা হল কেন? এরপর থেকে আদিবাসী ভাইবোনেদের আবেগের কথা মাথায় রেখে সংগ্রামী বিরসা মুন্ডার জন্মদিনে ছুটি দেওয়া হবে। সেটাই হবে প্রকৃত সম্মান জ্ঞাপন।