টিডিএন বাংলা ডেস্ক: “আমি কোনো অন্যায় করিনি, এটা বিজেপির ষড়যন্ত্র, আমাকে টর্চার করা হয়েছে” ইডি হেফাজতে থেকে এই ভাষাতেই ইডি-বিজেপির বিরুদ্ধে অভিযোগ আনলেন আর্পিতা মুখোপাধ্যায়। এদিন আর্পিতাকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় এই কথা বলেন তিনি। এরপরই অবশ্য তাঁকে গাড়িতে তোলেন ইডির অফিসাররা। তাঁর বাড়ি থেকে প্রায় ২১ কোটি টাকা উদ্ধার করেছে ইডি। তারপরেও তিনি এই মন্তব্য করছেন কেন? ঠিক কি বলতে চাইছেন তিনি তা এখনও স্পষ্ট নয়।