Highlightদেশ

এক আল্লাহকে ভয় করি, জেল থেকে বেরিয়ে ফের এনআরসির বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি আসিফের

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা: এক আল্লাহকে ভয় করি, আর কাউকে নয়।জেল থেকে বেরিয়ে ফের এনআরসির বিরুদ্ধে আন্দোলন করার হুঁশিয়ারি দিলেন আসিফ ইকবাল তানহা। বৃহস্পতিবার সন্ধে নাগাদ জেল মুক্তি পান দিল্লি হিংসা মামলায় অভিযুক্ত নাতাশা নরওয়াল, দেবাঙ্গনা কলিতা ও আসিফ ইকবাল। এই তিনজন নাগরিকত্ব আইন ২০১৯ এর বিরুদ্ধে পথে নেমেছিলেন। দেশের বিভিন্ন গণআন্দোলনে অংশ নিয়েছিলেন। ২০২০ সালের মে মাসে ইউএপিএ ধারায় তাঁদের গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ। এই তিনজনের জামিনের শুনানি চলাকালীন দিল্লি হাইকোর্ট পর্যবেক্ষণ দেয়, সংবিধান স্বীকৃত প্রতিবাদের অধিকার এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ এক জিনিস নয়। এরপর এই তিনজন সিএএ বিরোধীকে জামিন দেয় আদালত। কিন্তু জেল থেকে বেরিয়ে আন্দোলনকারীরা জানায়, ভবিষ্যতেও তাদের আন্দোলন চলবে।

আসিফ ইকবাল তানহা স্পষ্ট জানিয়েছেন, দেশের স্বার্থে ভবিষ্যতেও আন্দোলন চলবে।
তাঁর মন্তব্য, সরকার যে সিএএ,এনআরসি ও এনপিআর নিয়ে আসছে তার বিরোধিতা চলবে। সুবিচারের জন্য, ইনসাফের জন্য লড়াই চলবে। নাজিব হোক,আখলাক হোক কিংবা আলিমুদ্দিনের যে লড়াই ছিল তা অব্যাহত থাকবে।

কিন্তু জেল থেকে বেরিয়ে ফের আন্দোলন করার মানসিকতা! ভয় লাগছে না? সাংবাদিকের এই প্রশ্নের জবাবে আসিফ জানান,’না। ভয় একমাত্র আল্লাহকে করি।’

Related Articles

Back to top button
error: