Highlightরাজ্য

কোনও ফরম পূরণ করবো না, নিঃশর্ত নাগরিকত্ব মেনে না নিলে বড় আন্দোলন হবে, ঘোষণা মমতা ঠাকুরের

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: কোনও ফরম পূরণ করে নয়,নিঃশর্ত নাগরিকত্ব মেনে না নিলে বড় আন্দোলন করার ঘোষণা দিলেন প্রাক্তন সাংসদ ও মতুয়া মহাসঙ্ঘের নেত্রী মমতা ঠাকুর। রবিবার কলকাতায় একটি সভায় অংশ নেওয়ার আগে তিনি এই প্রতিবেদককে জানান, বিজেপি কী করতে চাইছে ঠিক করে বলুক। নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯-র নিয়ম তৈরি হলেই বোঝা যাবে ওরা আসলে কী চায়। আমরা কিন্তু কোনও ফরম পূরণ করে নাগরিকত্ব নেবনা। ফরম পূরণ ছাড়াই নিঃশর্ত নাগরিকত্ব মেনে নিতে হবে।
প্রাক্তন সাংসদ আরও জানান, বিজেপি যদি ফরম পূরণ করে নাগরিকত্ব নিতে বলে তাহলে কলকাতায় বড় আন্দোলন হবে।

বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয় বর্গীয় সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে জানান, পশ্চিমবঙ্গে এনআরসি হবেনা। এই প্রসঙ্গে মতুয়া নেত্রী মমতা ঠাকুর বলেন, সামনে বিধানসভা ভোট। তাই রাজনীতি করতেই বিজেপি এখন এ কথা বলছে। এনআরসি না করলে এনআরসি আইন আছে কেন?

মতুয়া নেত্রী বলছেন, আমরা এখানকার বাসিন্দা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন সেটা ঠিক, আমরা ইতিমধ্যেই নাগরিক। আমরা যদি নাগরিক না হই তাহলে আমাদের ভোট নিয়ে কেন্দ্রীয় সরকারে যারা আছে তারাও অবৈধ।

Related Articles

Back to top button
error: