প্রতিটা মানুষের জন্য কাজ করবো, জয় প্রায় নিশ্চিত হতেই বার্তা জো বিডেনের

টিডিএন বাংলা ডেস্ক: জয় প্রায় নিশ্চিত হতেই আগেভাগেই আমেরিকা বাসীর জন্য বার্তা দিলেন জো বিডেন। এক বার্তায় তিনি জানান, আমরা জিততে চলেছি। নেভাদাতে আমরা লিড করছি। পেনসিলভ্যানিয়েতে সামান্য পিছিয়ে আছি। বিগত ২৪ বছরে প্রথম ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে আমি অ্যারিজোনা জিতে নিয়েছি। মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে। মহামারী করোনা, জলবায়ুর পরিবর্তন, বর্ণবিদ্বেষের বিরুদ্ধে কাজ করার জন্য জনতা এই রায় দিয়েছে। আমরা চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করছি মাত্র। তবে আমরা বসে নেই। ইতিমধ্যেই আমরা কাজ শুরু করে দিয়েছি। প্রেসিডেন্ট হিসেবে দেশের প্রতিটি মানুষের জন্য আমি কাজ করব। সে আমাকে ভোট দিক আর নাই দিক। কারণ আমরা কেউ কারোও শত্রু নই। আমরা সবাই মার্কিন নাগরিক।