জো বিডেনকে আমেরিকার ৪৬ তম রাষ্ট্রপতি ঘোষণা করল ডিসিশন ডেস্ক; নির্বাচন শেষ হয়নি বলে জানিয়েছেন ট্রাম্প

টিডিএন বাংলা ডেস্ক: মার্কিন নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার আগেই জো বিডেনকে আমেরিকার ৪৬ তম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করল ডিসিশন ডেস্ক। ডিসিশন ডেস্কের এই সিদ্ধান্তকে মানতে অস্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প। একটি বিবৃতিতে তিনি জানিয়েছেন, নির্বাচন এখনো শেষ হয়নি। যদি আপনারা আইনি ভোট গণনা করেন, তাহলে আমি জিতে গেছি। যদি আপনারা অবৈধ ভোট গণনা করেন, তারা আমাদের কাছ থেকে এই নির্বাচন চুরি করার প্রচেষ্টা করতে পারে। আমি ইতিমধ্যেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যে সিদ্ধান্তের মাধ্যমে জয়লাভ করেছে। আমরা ঐতিহাসিক সংখ্যার ভোটে জিতেছি। পাশাপাশি রিপাবলিকান পার্টির পক্ষ থেকে ভোট গণনায় কারচুপির অভিযোগ করে আরও বলা হয়েছে, মিথ্যে বিজয়ী হিসেবে জো বিডেনকে ঘোষণা করা হয়েছে যে চারটি রাজ্যের ফলাফলের ভিত্তিতে সেগুলি এখনো চূড়ান্ত ফলাফল এর থেকে অনেক দূরে রয়েছে।