HighlightNewsদেশ

হানিট্রাপের জালে চরবৃত্তি, দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার আইএএফ সার্জেন্ট দেবেন্দ্র শর্মা

টিডিএন বাংলা ডেস্ক: চরবৃত্তির অভিযোগে ভারতীয় বায়ুসেনার সার্জেন্ট দেবেন্দ্র শর্মাকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। সূত্রের খবর, এই ঘটনার পেছনে পাকিস্তানের চর সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স অর্থাৎ আইএসআইয়ের হাত থাকতে পারে বলে সন্দেহ করছে দিল্লি পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত ওই বায়ুসেনার জওয়ান উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা। তিনি এয়ারফোর্স স্টেশনের এয়ারম্যান পদে কাজ করছিলেন। অভিযোগ, প্রথমে ওই সার্জেন্টকে হানি ট্র্যাপ করা হয়, এরপর তাঁর কাছ থেকে আইএএফ-এর তথ্য সংগ্রহের চেষ্টা করে পাকিস্তানের চর সংস্থা। দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারীরা ওই জওয়ানের স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে কিছু সন্দেহজনক লেনদেনের খোঁজ পেয়েছে বলেও জানা গিয়েছে।

অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেবেন্দ্র শর্মা এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর দেবেন্দ্রের কাছ থেকে ভারতীয় বিমানবাহিনীর রাডারের অবস্থান সম্পর্কে এবং উর্দ্ধতন কর্মকর্তাদের পোস্টিং-এর বিশদ বিবরণ সংগ্রহ করা শুরু করে ওই ব্যক্তি। জানা গিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেবেন্দ্রর সঙ্গে যে ব্যক্তির আলাপ হয়েছিল সেই ব্যক্তি একটি ভারতীয় সিম কার্ড ব্যবহার করেন, যা বর্তমানে নিষ্ক্রিয়। তদন্তকারীদের অনুমান দেবেন্দ্র কিছু গুরুত্বপূর্ণ তথ্য হস্তান্তর করেছেন। ৬মে দিল্লি পুলিশ গ্রেফতার করে দেবেন্দ্র শর্মাকে। বর্তমানে তিনি ক্রাইম ব্রাঞ্চ-এর হেফাজতে রয়েছেন।

Related Articles

Back to top button
error: