পূজোর আনন্দ ভাগ করে নিতে আইডিয়াল সোশ্যাল ফাউন্ডেশনের বস্ত্র বিতরণ মুর্শিদাবাদে

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: গঙ্গা ভাঙ্গনে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জে। তাই এবার পুজো উৎসবের আনন্দ ভাগ করে নিতে ভাঙন কবলিত অসহায় মানুষদের মাঝে বস্ত্র বিতরণ করল আইডিয়াল সোশ্যাল ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। ফাউন্ডেশনের পক্ষ থেকে শনিবার মুর্শিদাবাদ জেলার ধূসরিপাড়া গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের ছেলে মেয়েদের পোশাক বিতরণ করা হয়।
এদিন উপস্থিত ছিলেন সমাজসেবী আবু তাহের আনসারী, ফারুক শেখ, জবারুল সেখ ও জসিম সেখ।

আবু তাহের আনসারি জানান, উৎসব সব ধর্মে আছে, চারিদের লাইটের ঝলমল আর কারোর নতুন পোষাক গায়ে, আর কারুর পোষক নেই। আমরা ১ থেকে ১৮ বছের ছেলে-মেয়েদের একটু উৎসাহ একটু হাসি ফোঁটার জন্য এই উদ্যোগ নিয়েছি। আমাদের এই উদ্যোগ কিছুটা হলেও স্বস্তি দিয়েছে এলাকাবাসীকে।