বিজেপি বেশি আসন পেলেও নীতিশই মুখ্যমন্ত্রী, জানালেন অমিত শাহ

টিডিএন বাংলা ডেস্ক: বিজেপি বেশি আসন পেলেও নীতিশ কুমারই হবেন মুখ্যমন্ত্রী। জল্পনায় ইতি টেনে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে অমিত শাহ বলেন, “বিহারে নীতীশ কুমারই মুখ্যমন্ত্রী হবেন। এ ব্যাপারে কোনও যদি কিন্তু নেই। বিজেপি যদি জেডিইউয়ের থেকে বেশি আসনও জেতে তাও মুখ্যমন্ত্রী হবেন নীতীশই।” তিনি আরো বলেন, বিহারে এনডিএ সরকার গড়বে। দুই তৃতীয়াংশ আসন জিতবে এনডিএ। কিন্তু কে ক’টা আসন পেল সেটা বড় কথা নয়।
মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বে ভোট লড়ছি আমরা। যে যাই আসন পাক না কেন, মুখ্যমন্ত্রী হবেন নীতীশ কুমারই।