রাজ্য
বিরোধীরা জিতলে জঙ্গিদের স্বর্গরাজ্য হয়ে উঠবে বিহার, মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
টিডিএন বাংলা ডেস্ক: বিরোধীরা জিতলে জঙ্গিদের স্বর্গরাজ্য হয়ে উঠবে বিহার। এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। এক জনসভায় সামিল হয়ে তিনি বলেন, ‘বিহারে যদি বিরোধীরা জেতে তাহলে এই রাজ্য হয়ে উঠবে জঙ্গিদের স্বর্গরাজ্য। আপনারা কি চান, জঙ্গিরা কাশ্মীর থেকে বিহারে এসে ডেরা বাঁধুক?’ এদিকে মন্ত্রীর বক্তব্য ঘিরে রীতিমতো বিতর্কের সৃষ্টি হয়েছে। পাল্টা তোপ দেগেছে কংগ্রেস ও আরজেডি।