তানিশ্কের বিতর্কিত বিজ্ঞাপনের বাস্তবায়ন; হিন্দু বৌমার সাধ দিলেন মুসলিম পরিবার

টিডিএন বাংলা ডেস্ক: গত সপ্তাহে তানিস্কার মুসলিম পরিবারের হিন্দু বৌমার সাধের বিজ্ঞাপন প্রকাশ্যে আসতেই নিজেদের মধ্যে শুরু হয়েছে তুমুল বিতর্ক। প্রকাশ্য সমরে নেমেছেন দুই ধর্মের ধ্বজাধারীরা। চাপে পড়ে শেষ পর্যন্ত নিজেদের বিজ্ঞাপনটি তুলে নিতে বাধ্য হয় তানিশ্ক। এরইমধ্যে ওই বিজ্ঞাপনের বাস্তবায়ন করে দেখালেন বলিউড অভিনেত্রী-পরিচালক রাসিকা আগাশে এবং অভিনেতা যেশান আইউব।

একদিকে যখন সোশ্যাল মিডিয়ায় মুসলিম শ্বশুরবাড়িতে হিন্দু পুত্রবধূর সাধের অনুষ্ঠানের ভিডিও দেখানোর জন্য তানিশ্ককে রীতিমত রোস্ট করা হচ্ছে, লাভ জিহাদের প্রসঙ্গ তোলা হচ্ছে, রিল লাইফ আর রিয়েল লাইফের বীভৎস পার্থক্য তুলে ধরার চেষ্টা করা হচ্ছে সেই সময় এমন একটি ঘটনা নিয়ে এ ধরনের ধর্মীয় প্রসঙ্গ কি টেনে নিয়ে এসে লড়াই করা যে একেবারে ভুল তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন ওই হিন্দু-মুসলিম দম্পতি। মূলত তানিষ্কার এই ঘটনার পরেই সোশ্যাল মিডিয়ায় নিজের সাধের ছবি প্রকাশ করেছেন রাসিকা আগাশে। একটি টুইট করে তিনি লিখেছেন,”আমার সাধ… ভেবেছিলাম শেয়ার করি… এবং লাভ জিহাদ নিয়ে চেঁচামেচি করার আগে, আসুন জেনে নিই স্পেশাল ম্যারেজ অ্যাক্ট এর বিষয়ে….”