HighlightNewsআন্তর্জাতিক

করোনার ভ্যাকসিন নিলে আপনি হঠাৎ করেই কুমির হয়ে যেতে পারেন, গোঁফ গজিয়ে যেতে পারে মহিলাদের! আজব দাবি ব্রাজিলের প্রেসিডেন্টের

টিডিএন বাংলা ডেস্ক: করোনার ভ্যাকসিন নিলে আপনি হঠাৎ করেই কুমির হয়ে যেতে পারেন, গোঁফ গজিয়ে যেতে পারে মহিলাদের! এমনই আজব মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ার বোলসোনারো। আসলে, ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রে ফাইজারের করোনা প্রতিষেধকের গণ টিকাকরণ চলছে এবং ব্রাজিলে এর শেষ পর্যায়ে ট্রায়াল চলবে। ভাইজানের ওই করোনা প্রতিশোধকের পার্শ্ব প্রতিক্রিয়া প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে মন্তব্য করতে গিয়ে তিনি বলেছেন,”ফাইজারের চুক্তিতে সাফ লেখা রয়েছে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে তারা দায়ী থাকবে না। তাই আপনি হঠাৎ কুমীর হয়ে গেলে সেটা আপনার সমস্যা।”

ব্রাজিলের প্রেসিডেন্ট ফাইজারের করোনা প্রতিষেধক সম্বন্ধে বলেছেন,”আপনি যদি হঠাৎই সুপারম্যান হয়ে যান বা মহিলাদের হঠাৎ করেই গোঁফ গজাতে শুরু করল বা পুরুষরা শুরু করলেন মেয়েলি স্বর কথা বলতে, তাহলে কারোর কিন্তু কিছু করার নেই।”

শুধু তাই নয়, ওই ভ্যাকসিন তিনি নিজে নেবেননা বলেও জানিয়েছেন।এ প্রসঙ্গে তিনি বলেছেন,”ভ্যাকসিন পাওয়া গেলে দেশের ইচ্ছুক সবার জন্য তা দেওয়া হবে। তবে আমি ভ্যাকসিন নেব না। অনেকে বলতেই পারি আমি হয়তো নেতিবাচক উদাহরণ স্থাপন করছি। কিন্তু সেই নির্বোধদের আমি বলব, ইতিমধ্যে আমি করোনা আক্রান্ত হয়েছিলাম, অ্যান্টিবডি তো তৈরিই হয়ে গিয়েছে, আর নতুন করে প্রতিষেধক নিয়ে কী করব?”

এদিকে যেখানে গোটা বিশ্ব করোনার প্রতিষেধকের অপেক্ষায় বসে রয়েছে সেখানে ব্রাজিলের রাষ্ট্রপ্রধানের এহেন মন্তব্য নিয়ে ইতিমধ্যেই কৌতুকের রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়। যদিও ব্রাজিলের সুপ্রিম কোর্ট দেশের প্রেসিডেন্টের মন্তব্য উড়িয়ে টিকা নেওয়া বাধ্যতামূলক বলেই জানিয়েছে। পাশাপাশি, এই প্রতিশোধক যদি কেউ একান্তই নিতে না চান তাহলে তাকে জোর করা হবে না বলেও জানিয়েছে ব্রাজিলের শীর্ষ আদালত। তবে, কেউ যদি টিকা না নেয় সেক্ষেত্রে প্রশাসনের হাতে ক্ষমতা থাকবে নির্দিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট কোন এলাকায় প্রবেশাধিকার না দেওয়ার এবং তাকে নির্বাসিত করার।

Related Articles

Back to top button
error: