HighlightNewsদেশ

আগামি বছর হজে যেতে গেলে কোভিড-১৯-এর রিপোর্ট নেগেটিভ হওয়া আবশ্যিক; জানালেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভী

টিডিএন বাংলা ডেস্ক: আগামি বছর অর্থাৎ ২০২১ সালে হজ যাত্রীদের যাত্রার ৭২ ঘণ্টা আগে কোভিড-১৯-এর নেগেটিভ রিপোর্ট জমা করতে হবে। শনিবার সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভী হজ কমিটি এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন, ২০২১ সালের হজযাত্রার জন্য আবেদনের শেষ তারিখ ১০ ডিসেম্বর।

তিনি আরো বলেন, আবেদনকারীরা অনলাইনে, অফলাইনে বা হজ মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন। সমস্ত যাত্রীদের অবশ্যই একটি আরটি-পিসিআর রিপোর্ট জমা দিতে হবে যা নিশ্চিত করবে যে তারা করোনার ভাইরাসে আক্রান্ত নয়। এই পরীক্ষা সৌদি আরব যাওয়ার একটি বিমানে চড়ার ৭২ ঘন্টা আগে হওয়া উচিত।

তিনি আরো বলেন,কোভিড -১৯ পরিস্থিতিতে এয়ার ইন্ডিয়া এবং অন্যান্য সংস্থাগুলির কাছ থেকে প্রাপ্ত রিপোর্টের পরিপ্রেক্ষিতে হজের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য নির্দিষ্ট কেন্দ্রের সংখ্যা হ্রাস করে ১০ টি করা হয়েছে। এর আগে সারা দেশে এই জাতীয় ২১ টি কেন্দ্র ছিল। নকভি আরো বলেন, এই দশটি প্রেরণ কেন্দ্র হ’ল আহমেদাবাদ, বেঙ্গালুরু, কোচি, দিল্লি, গুয়াহাটি, হায়দরাবাদ, কলকাতা, লখনউ, মুম্বই এবং শ্রীনগর। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ২০২০ সালে মেহরাম ছাড়া (পুরুষ সাথী) বিভাগের অধীনে হজযাত্রীদের জন্য মহিলাদের দ্বারা করা আবেদনপত্রগুলি ২০২১ সালের জন্য বৈধ। এই বিভাগে এছাড়াও আবেদনপত্র গৃহীত হবে।

Related Articles

Back to top button
error: