টিডিএন বাংলা ডেস্ক: বিহারে কি পরিবর্তন? আজ শেষ দফায় নির্বাচন সম্পন্ন হওয়ার পরেই শুরু হয়েছে এক্সিট পোল। আর তাতেই শুরু হয়েছে গুঞ্জন। নীতিশের প্রত্যাবর্তন নয়, চার এক্সিট পোলেই এগিয়ে রয়েছে মহাজোট। অন্তত তেমনি ইঙ্গিত দিচ্ছে বুথ ফেরত সমীক্ষা।
অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী রাজ্যের ৪৪ শতাংশ মানুষ চান তেজস্বী যাদবই হোন রাজ্যের পরবর্তি মুখ্যমন্ত্রী।
এবিপি সি ভোটারের সমীক্ষা অনুযায়ী রাজ্যে এনডিএ পাচ্ছে ১০৪-১২৮ আসন, মহাজোট-১০৮-১৩১ আসন, এলজেপি-১-৩ আসন।