নবী স.এর ব্যঙ্গচিত্র নিয়ে ফ্রান্স ক্ষমা না চাইলে আন্দোলন ও পণ্য বয়কট অব্যাহত রাখার হুঁশিয়ারি মোহাম্মদ কামরুজ্জামানের

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: নবী স.এর ব্যঙ্গচিত্র নিয়ে ফ্রান্স ক্ষমা না চাইলে আন্দোলন ও পণ্য বয়কট অব্যাহত রাখার হুঁশিয়ারি দিলেন সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান। শনিবার দক্ষিণ ২৪ পরগনার কুলতলীর মেরিগঞ্জ ঈদগাহ ময়দানে এক সমাবেশে তিনি দৃঢ় কন্ঠে বলেন, যতক্ষণ না ব্যঙ্গ কার্টুনের জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ক্ষমা না চাইবে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেবে ততক্ষণ পর্যন্ত সর্বাত্মক আন্দোলন চলতেই থাকবে। পণ্য বয়কটও অব্যাহত থাকবে। তিনি সকলের কাছে আহবান জানিয়ে বলেন, সমস্ত রকম অন্যায় ও জুলুমকে প্রতিহত করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। মহানবী সাল্লাল্লাহু সাল্লাম যেভাবে অন্ধকার যুগে মানবতা প্রতিষ্ঠা করেছিলেন, সেই পথ ধরে আমাদের সমাজে শান্তি – সম্প্রীতি ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। এদিনের সভায় বক্তব্য পেশ করেন বিশিষ্ট আইনজীবী মোফাক্কেরুল ইসলাম, মাওলানা সাইফুদ্দিন আলিয়াভী সহ অন্যান্য বিশিষ্টজনেরা ।