নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: “রাষ্ট্রীয় নিপীড়ন ও বিপন্ন গণতন্ত্র” শিরোনামে একটি বিশেষ সেমিনার করলো মানবাধিকার সংগঠন এপিডিআর। শনিবার সামসেরগঞ্জের বাসুদেবপুর হাইস্কুলের ওই সেমিনারে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি ড. সনৎ কর, নূর মহম্মদ স্মৃতি কলেজের অধ্যক্ষ অনুপ কুমার মন্ডল, শিক্ষাবিদ জুলফিকার আলী, আমিনুল ইসলাম, উদ্যোক্তা মোহাম্মদ আসাদুজ্জামান সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন দেশ ও রাজ্যের বর্তমান বিপন্ন গণতন্ত্র ও রাষ্ট্রের নিপীড়ন নিয়ে জনতার গণতান্ত্রিক অধিকার নিয়ে সরব হন কর্মকর্তারা।