টিডিএন বাংলা ডেস্ক: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জো বাইডেন। ভাইস প্রেসিডেন্ট হলেন কমলা হ্যারিস। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেই তাদেরকে শুভেচ্ছা বার্তা ও অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্যুইটে তিনি লিখেছেন, ‘আশারাখি ভারত ও আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে একত্রে কাজ করবে।
Congratulations @JoeBiden on your spectacular victory! As the VP, your contribution to strengthening Indo-US relations was critical and invaluable. I look forward to working closely together once again to take India-US relations to greater heights. pic.twitter.com/yAOCEcs9bN
— Narendra Modi (@narendramodi) November 7, 2020
ভারত-আমেরিকা সম্পর্ক শক্তিশালী করে তুলতে আপনার অবদান গুরুত্বপূর্ণ ও অমূল্য ছিল।’ তিনি আরো লেখেন, ‘ভারত-মার্কিন সম্পর্ককে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আমি আরও একবার আপনার সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করার অপেক্ষায় রয়েছি।’