টিডিএন বাংলা ডেস্ক: মারা গিয়েছেন প্রাক্তন বিধায়ক আব্দুর রাজ্জাক মোল্লা। কিন্তু সোশ্যাল মিডিয়ায় মৃতের খবর রয়েছে বর্তমান বিধায়ক তথা মন্ত্রী রাজ্জাক মোল্লার নাম ও ছবি। আর তাতেই ক্ষোভ প্রকাশ করলেন ক্ষুব্ধ মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা। সংবাদমাধ্যমকে তিনি বলেন, আমি ভাল আছি। ৭৭ বছর বয়সে যেমন থাকা যায় তেমনই আছি। মৃত্যুর গুজব নিয়ে তিনি বলেন, “শুনলাম আমার সম্পর্কে এরকম রটেছে। এ বিষয়ে আমার কিছু বলার নেই।”