দেশ

আপাতত বন্ধ করা হল বার্কের রেটিং; আগামী তিনমাস সাপ্তাহিক টিআরপি রেটিং জানাবেনা ব্রডকাস্ট অডিয়েন্স  রিসার্চ কাউন্সিল

টিডিএন বাংলা ডেস্ক: ফেক টিআরপি র‍্যাকেটের প্রভাবে আগামী তিন মাসের জন্য বন্ধ থাকবে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের সাপ্তাহিক রিপোর্ট। পিক রেটিং-এর প্রভাব থেকে প্রকৃত পারফরমেন্সকে আলাদা করে নিতে নিজেদের সিস্টেমকে আরো সুরক্ষিত করবে বার্ক। বার্কের টেকনিক্যাল টিমের মন্তব্য অনুযায়ী এই কাজ করতে তাদের ৮-১২ সপ্তাহ সময় লাগবে। তাই আপাতত মাসের জন্য বন্ধ রাখা হবে দেশজুড়ে টিআরপির রেটিংয়ের সাপ্তাহিক রিপোর্ট। বার্কের তরফ থেকে আরও জানানো হয়েছে এরপর নতুন পদ্ধতিতে রাজ্য ও ভাষার ভিত্তিতে নিউজ চ্যানেল গুলির রেটিং প্রকাশ করবে।

Related Articles

Back to top button
error: