টিডিএন বাংলা ডেস্ক: একবছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পত্তি বাড়ল ৩৬ লক্ষ টাকা! ফলে এই মুহূর্তে প্রধানমন্ত্রীর মোদির মোট সম্পত্তির পরিমাণ পৌছালো ২ কোটি ৮৫ লক্ষ টাকা। যা আগের বছর ছিল ২ কোটি ৪৯ লক্ষ। যদিও শেষ একবছরে মোদির ব্যাংক ব্যালেন্স বেড়েছে প্রায় ৩ লক্ষ টাকা। আর ৩৩ লক্ষ টাকা তিনি স্থায়ী বিনিয়োগের থেকে ফেরত পেয়েছেন। এদিকে মোদীর সম্পত্তি বাড়লেও সামান্য কমেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মোট সম্পত্তির পরিমাণ। ২০১৯ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে ৩২.৩ কোটি টাকার মালিক ছিলেন, ২০২০’র জুন মাসে এসে সেটা কমে হয়েছে ২৮.৬৩ কোটি টাকা।