টিডিএন বাংলা ডেস্কঃ বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে এরই মধ্যে বাংলাদেশ সরকার ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার উদ্দোগে রোহিঙ্গা শরণার্থী শিবিরের লোকজনদের টিকা দেয়া শুরু হল। সূত্রের দাবি, কক্সবাজার সিভিল সার্জনের কার্যালয় এবং সেখানে কর্মরত বিভিন্ন সাহায্য সংস্থা ৩৪ টি শরণার্থী শিবিরে টিকাদান শুরু করেছে। বাংলাদেশের কক্সবাজারের এসব শিবিরে নানা স্বাস্থ্য ঝুঁকি নিয়ে বসবাস করছেন ১০ লাখেরও বেশি মানুষ যারা মিয়ানমার থেকে পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন। সেখানে ইতিমধ্যে করোনায় ২০০ জন মারা গেছেন এবং সংক্রমিত হয়েছেন ২০ হাজার মানুষ। রেড ক্রস ফেডারেশন ও রেড ক্রিসেন্ট সোসাইটি বলছে শরণার্থী শিবিরগুলোতে মানুষের ঘনত্ব বেশি বলে এই অঞ্চলে করোনা সংক্রমণের হার ৩০ শতাংশ বেশি। জানা গিয়েছে এই টিকাদান কর্মসূচিতে জাতিসংঘ শরণার্থী সংস্থার স্বাস্থ্য কর্মীদের সঙ্গে বাংলাদেশ রেড ক্রিসেন্টের ৫০০ কর্মী ও স্বেচ্ছাসেবী টিকা কার্যক্রমে কাজ করছেন। প্রাথমিক ভাবে রোহিঙ্গাদের নেতৃস্থানীয় ব্যক্তি, সম্মুখসারির স্বাস্থ্য পরিচর্যাকারি স্বেচ্ছাসেবকবৃন্দ এবং ৫৫ বছরের বেশি বয়সীদেরকে আগে টিকা দেয়া হচ্ছে। প্রথম ধাপে ৯ লাখ রোহিঙ্গার মধ্য থেকে ৬৫ হাজার জনকে টিকা দেয়া হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য যে, বাংলাদেশে ইতিমধ্যে ১৩ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২২ হাজার ৮৯৭ জন। বর্তমানে সেখানে সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। করোনা মোকাবিলায় সরকার নাজেহাল। করোনা প্রতিরোধে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলছে বিরোধী রাজনৈতিক দলগুলি।