HighlightNewsআন্তর্জাতিক

ইউক্রেন সঙ্কটে ‘মধ্যস্থতা’ করতে ওআইসি’র প্রতি আহ্বান ইমরানের

টিডিএন বাংলা ডেস্ক : রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে বিপর্যস্ত মানবতা। উদ্বাস্তু হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। নিহত হাজার হাজার মানুষ। এমতাবস্থায় মৃত্যু মিছিল ও উদ্বাস্তু মিছিল বন্ধ করতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ‘মধ্যস্থতা’ করার জন্য ওআইসি এবং চীনকে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। রাজধানী ইসলামাবাদে অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটি সম্মেলন চলছে। ওই সম্মেলনে ৪৮তম অধিবেশনে ভাষণ দেয়ার সময় ওআইসি ও চিনের প্রতি তিনি এই আহ্বান জানান।

এদিন তিনি বলেন, ‘সেখানে কী ঘটছে তা নিয়ে আমরা সবাই চিন্তিত। আমি কি পরামর্শ দিতে পারি যে তাদের আলোচনার সময়, পররাষ্ট্রমন্ত্রীদের, আমাদের চিন্তা করা উচিত যে আমরা কীভাবে মধ্যস্থতা করতে পারি? কীভাবে আমরা যুদ্ধবিরতি আনতে পারি, এবং সংঘাতের অবসান ঘটাতে পারি।’ তিনি আরও বলেন, ‘আমি এ বিষয়ে মহামান্য ওয়াং ই (চীনা পররাষ্ট্রমন্ত্রী) এর সাথে দেখা করতে যাচ্ছি এবং আমি আলোচনা করতে চাই যে তারা (ওআইসি) চীনের সাথে কীভাবে পদক্ষেপ নিতে পারে এবং এটি (যুদ্ধ) বন্ধ করার চেষ্টা করতে পারে।’

তিনি সকলের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এই সংঘাত, যদি একইভাবে চলতে থাকে এটি বিশ্বের বাকি অংশের জন্য করুণ পরিণতি বয়ে আনবে।…আমরা ইতিমধ্যেই ভুগছি। তেলের দাম বেড়েছে। গ্যাসের দাম বেড়েছে, এই যুদ্ধের কারণে গমের দাম বেড়েছে,‘ তিনি বলেছিলেন। তিনি আরও সতর্ক করেছিলেন যে, যুদ্ধ চলতে থাকলে ‘এটি আরও খারাপ হতে চলেছে।’

Related Articles

Back to top button
error: