৪ মাসে চারটি দল সংগ ছাড়লো বিজেপির

ছবি সৌজন্যে জেপি নাড্ডার ফেসবুক পেজ।

টিডিএন বাংলা ডেস্ক: সম্প্রতি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত কৃষকদের সমর্থনে বিজেপির সঙ্গ ত্যাগ করেছে। হনুমানের দল আরএলপি। শনিবার বিজেপির নেতৃত্বাধীন এনডিএর জোট ত্যাগ করেছেন হনুমান প্রসাদ বেনিওয়াল। তবে কৃষি আইনের প্রতিবাদে শুধুমাত্র আরএলপি নয়, বিজেপির সঙ্গ ছেড়েছে সবথেকে পুরনো বন্ধু শিরোমনি অকালি দলও। গত চার মাসে এই নিয়ে মোট চারটি দল বিজেপির সঙ্গে জোট ত্যাগ করে বেরিয়ে এসেছে।

সেপ্টেম্বর মাসে তিনটি কৃষি আইন সংসদে পাস করানোর প্রতিবাদে এনডিএ ত্যাগ করেছিলেন অকালি দল নেত্রী তথা মোদি সরকারের মন্ত্রী হরসিমরত কৌর। এরপর কৃষি আইনের প্রতিবাদেই অক্টোবর মাসে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ত্যাগ করে বেরিয়ে আসে পিসি থমাসের নেতৃত্বাধীন কেরল কংগ্রেস। ডিসেম্বর মাসে এনডিএ ত্যাগ করে অসমের ‘বোড়োল্যান্ড পিপলস ফ্রন্ট’। ২০১৪ সালের তুলনায় বর্তমানে এনডিএতে মাত্র ১৬ টি দল রয়ে গেছে। তবে এ বছর বেশ কয়েকটি নতুন দল যোগ দিয়েছে এনডিএতে। বিহারের গ্রাম মাঝির ‘হাম’ এবং মুকেশ সাহানির ‘ভিআইপি’র পাশাপাশি অসমের প্রমোদ বোরার দল ‘ইউনাইটেড পিপলস পার্টি’জোট তৈরি করেছে বিজেপির সাথে।