HighlightNewsদেশ

দেশের প্রথম চালক বিহীন মেট্রো পরিষেবা চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী; আগামী পাঁচ বছরে দেশের ২৫টি শহরে মেট্রো পরিষেবা চালু করার লক্ষ্যমাত্রা স্থির

টিডিএন বাংলা ডেস্ক: আজ দেশের প্রথম চালক বিহীন মেট্রো পরিষেবা চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দিল্লি মেট্রোর ম্যাজেন্টা লাইনের ওপর দিয়ে যাত্রা শুরু হলো দেশের প্রথম চালক বিহীন মেট্রোর।এই বিশেষ মেট্রো রাষ্ট্রীয় কমন মোবিলিটি কার্ড সেবার আওতায় দিল্লি মেট্রোর ম্যাজেন্টা লাইন ধরে অর্থাৎ জনকপুরি পশ্চিম থেকে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত চলবে। এই অনুষ্ঠানে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সামিল ছিলেন।

এদিনের এই উদ্বোধন প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন,”আজ থেকে প্রায় তিন বছর আগে ম্যাজেন্টা লাইন উদঘাটনের সৌভাগ্য পেয়েছিলাম আমি। আজ আবারও সেই একই ভাবে দেশের প্রথম অটোমেটেড মেট্রোর উদঘাটন করার অবসর পেলাম। এই ঘটনা এটাই দেখায় যে ভারত কত দ্রুততার সাথে স্মার্ট সিস্টেমের দিকে এগিয়ে চলেছে।”

প্রধানমন্ত্রী আরো বলেন,”আজ ন্যাশনাল কমন মোবিলিটি কার্ডের সাথেও মেট্রো পরিষেবার সংযুক্তিকরণ হল। গতবছর আমেদাবাদে এই পরিষেবার প্রারম্ভ হয়েছিল। আজ এই পরিষেবার বিস্তার দিল্লি মেট্রোর এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনেও হচ্ছে।”

আগামী পাঁচ বছরের মধ্যে দেশের পঁচিশটি শহরে মেট্রো পরিষেবা চালু করার লক্ষ্যমাত্রা প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন,”২০১৪-এ স্রেফ পাঁচটি শহরে মেট্রো রেল পরিষেবা ছিল। আজ ১৮টি শহরে মেট্রো রেল পরিষেবা রয়েছে। ২০২৫ এর মধ্যে আমরা এই পরিষেবা দেশের ২৫ টিরও বেশি শহরে বিস্তার করব। ২০১৪ সালে দেশে মাত্র ২৪৮ কিলোমিটার মেট্রো লাইন চালু ছিল। আজ সেই পরিমাণ প্রায় তিনগুণ অর্থাৎ সাতশো কিলোমিটার বেশি।”

 

 

Related Articles

Back to top button
error: