HighlightNewsদেশ

অন্ধ্রপ্রদেশে বিষমদ খেয়ে মৃত্য‍ু ৫ জনের

টিডিএন বাংলা ডেস্ক : দেশি মদ খেয়ে মর্মান্তিক মৃত্যু অন্ধ্রপ্রদেশে। আদিবাসী সম্প্রদায়ের ৫ জনের মৃত্য‍ুর ঘটনায় এলাকায় শোকের ছায়া।

সম্প্রতি অন্ধ্র প্রদেশের বিজেপি সভাপতি সোমু বীররাজু বলেন, পরের বিধানসভা নির্বাচনে বিজেপি জিতলে, রাজ্যে ৭৫ টাকায় মদ পাওয়া যাবে। যদি আরও বেশি করে রাজস্ব প্রত্যাহার করা হয় তবে মদের দাম কমে ৫০ টাকা হবে। অন্ধ্র প্রদেশের বিজেপি সভাপতি বীররাজুর অভিযোগ, ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে যোগসাজশে রাজ্যে নিম্নমানের মদ চড়া দামে বিক্রি করা হয়। মদের রমরমা অন্ধ্রপ্রদেশে। স্থানীয় একটি মদ, যার নাম ‘জিলুগু কাল্লু’। রাজ্যের গোদাবরী জেলার রাজাভোম্মাঙ্গি মণ্ডলের একটি গ্রামে সেই মদ পান করে মর্মান্তিক পরিণতি। লোথোড্ডি গ্রামের বাসিন্দা ওই পাঁচ ব্যক্তি গঙ্গারাজু, লোভরাজু, সান্য়াসায়া, সুগ্রেভু ও ইয়াসুবাবু আচমকাই অসুস্থ হয়ে পড়েন। দ্র‍ুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দু’জনের মৃত্যু হয় স্থানীয় হাসপাতালে। বাকি তিনজনকে দ্রুত কাকিনাড়া সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু এই ঘটনায় প্রশাসনিক অবহেলাকেই দায়ী করেছেন। পাশাপাশি সমবেদনা জানিয়েছেন মৃতদের পরিবারকে।

Related Articles

Back to top button
error: