HighlightNewsদেশ

মোদির বিদেশনীতির সমালোচনা, রাহ‍ুলের মন্তব্যকে সমর্থন আমেরিকার!

টিডিএন বাংলা ডেস্ক : সংসদে মোদি সরকারের বিদেশনীতির সমালোচনা। যা বিতর্কে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। রাহুলের বক্তব্য নিয়ে আপত্তি জানাল খোদ মার্কিন যুক্তরাষ্ট্র।

চিন-পাক সম্পর্ক নিয়ে রাহুল গান্ধির বক্তব্য আমেরিকা সমর্থন করছে না। মার্কিন বিদেশ দফতর বিবৃতি দিয়ে জানিয়েছে, মোদির ভ্রান্ত বিদেশ নীতির জন্য ওই দুটি দেশ আরও কাছাকাছি হয়েছে। এমনটা তারা মনে করে না। এই বিবৃতি কংগ্রেসের কাছে অস্বস্তির কারণ হয়ে উঠবে বলেই মনে করছে রাজনৈতিকমহলের একাংশ। মার্কিন স্বরাষ্ট্র বিভাগের মুখপাত্র নেড প্রাইস ট‍ুইটারে লেখেন, আমি এ বিষয়টি পাকিস্তান এবং চিনের উপরই ছেড়ে দিতে চাই। ওদের মধ্যের সম্পর্ক নিয়ে ওরাই কথা বলুক। তবে, এই ধরনের কোনও মন্তব্য আমরা সমর্থন করি না।

ব‍ুধবার সংসদে রাহুল গান্ধি বলেন, দেশবাসীর প্রতি বিজেপির সবচেয়ে অন্যায় হল, তাঁরা চিন আর পাকিস্তানকে একসারিতে বসিয়ে দিয়েছে। ভারতের উচিত ছিল চিন আর পাকিস্তানকে আলাদা করে দেওয়া। কিন্তু এই সরকার ভারতের দুই শত্রুর মধ্যে সেতুবন্ধনের কাজ করেছে। রাহুলের অভিযোগ ছিল, চিনের পরিষ্কার পরিকল্পনা রয়েছে ভারতের বিরুদ্ধে। আর সেটা ওরা ডোকলাম এবং গালওয়ানে দেখিয়ে দিয়েছে। রাহ‍ুলের এই মন্তব্যে দেশজ‍ুড়ে বিতর্ক তৈরি হয়েছে। এবার এপ্রসঙ্গে ম‍ুখ খ‍ুলল আমেরিকাও।

Related Articles

Back to top button
error: