HighlightNewsদেশ

খ্রিস্টানদের ধর্মীয়স্থান চার্চের সম্পত্তি জবর দখলের অভিযোগ অন্ধ্রপ্রদেশে, মুখ্যমন্ত্রীর দারস্ত খ্রিস্টানরা

টিডিএন বাংলা ডেস্ক: এবার খ্রিস্টানদের পবিত্র ধর্মীয়স্থান চার্চের সম্পত্তি জবর দখলের অভিযোগ উঠল অন্ধ্রপ্রদেশে। আর সেই ঘটনার সঙ্গে জড়িয়ে আছেন ওই এলাকার জমি মাফিয়া, সমাজবিরোধী ও রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরাও। এমনই অভিযোগ জানিয়ে, চার্চের জমি উদ্ধারে তাই অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডির সঙ্গে সাক্ষাৎ করে তাঁর কাছে সাহায্যের আবেদন জানালেন খ্রিস্টানদের কমিউনিটির একদল প্রতিনিধি।

বর্তমান বিজেপি সরকারের আমলে বিশেষত সাম্প্রতিক কালে সারা দেশে সংখ্যালঘু মুসলিম, দলিত, আদিবাসি, খ্রিস্টানদের উপর আক্রমণ ও নির্যাতনের ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। যার বিরুদ্ধে সরব হয়েছেন সমাজকর্মীরা। এদিন সমস্ত অভিযোগ শোনার পর মুখ্যমন্ত্রী রেড্ডি ওই খ্রিস্টান কমিউনিটির প্রতিনিধিদের আশ্বস্ত করেন, এই বিষয়গুলি দেখার জন্য একজন অ্যাডভাইজার নিয়োগ করবেন তিনি। চার্চের অধীনে যে সমস্ত স্কুল, কবরস্থান, সম্পত্তি রয়েছে সেগুলি কেন বেদখল হয়ে যাচ্ছে, তা খতিয়ে দেখবেন এই উপদেষ্টা।

Related Articles

Back to top button
error: