HighlightNewsদেশ

বিহারে ‘অগ্নিপথ’-এর বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল ১৩টি জেলা, ছাপড়া-কৈমুরে পোড়ানো হলো ৪টি ট্রেন; বিজেপি অফিসেও চলল হামলা

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্র সরকারের “অগ্নিপথ” প্রকল্পের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বিহার। ছাপড়া ও কাইমুরে যাত্রীবাহী ট্রেনে আগুন লাগিয়েছেন বিক্ষোভকারীরা। ছাপড়া জংশনে প্রায় ১২টি ট্রেন ভাঙচুর করা হয়েছে। ছাপড়াতেই আগুন লাগানো হয়েছে ৩ টি ট্রেনে। পাশাপশি নওয়াদায় বিজেপি অফিসেও হামলা চালায় বিক্ষোভকারীরা। বিক্ষোভের জেরে রেল চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে বেশ কয়েকটি জায়গায়। আরাহতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করতে বাধ্য হয়েছে পুলিশ।

বৃহস্পতিবার জেহানাবাদ, বক্সার ও নওয়াদায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ছাপড়া ও মুঙ্গেরে সড়কেও চলে তুমুল বিক্ষোভ। আন্দোলনকারীদের দাবি, সরকারের উচিত তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করা। এই প্রকল্পের প্রতিবাদে বিহারের ১৩টি জেলায় বিক্ষোভ চলছে। এদিকে, ওয়ারিশালিগঞ্জের বিধায়ক অরুণা দেবীর ওপর নওয়াদায় হামলা করে বিক্ষোভকারীরা। হামলার সময় গাড়িতে উপস্থিত ছিলেন বিধায়ক। তবে, অল্পের জন্য প্রাণে বেঁচে যান বিধায়ক অরুণা দেবী। জেহানাবাদ স্টেশনের কাছে পাটনা-গয়া মেমু প্যাসেঞ্জার ট্রেন থামিয়ে দেয় বিক্ষোভকারী ছাত্ররা। নগরীর স্টেশন এলাকায় কাকো মোড়ের কাছে অগ্নিসংযোগ করে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

বক্সারে বিশাল সংখ্যক বিক্ষোভকারীরা দুর্গের মাঠের রাস্তায় নেমে আসেন। বক্সার স্টেশন ছাড়াও চৌসা, ডুমরাঁও, রঘুনাথপুর স্টেশনের কাছে রেলপথ অবরুদ্ধ করা হয়েছে। এদিকে রেলের ট্র্যাক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ শক্তি প্রয়োগ করলে জবাবে পাথর ছোঁড়ে ছাত্ররা। বেশ কয়েকজন ছাত্রকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। আরা স্টেশনেও বিক্ষোভ দেখান ছাত্ররা। অভিযোগ, বিক্ষোভকারীরা অনেক দোকান ভাংচুর করে। শুধু তাই নয়, অনেক দোকানে লুটপাটের ঘটনাও ঘটে। নওয়াদাতে রেললাইন ভাঙচুর করা হয়েছে। ট্র্যাকের নাট এবং বোল্ট খুলে দেয় বিক্ষোভকারীরা। নওয়াদাতে শত শত যুবক কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রজাতন্ত্র চকে বিক্ষোভ প্রদর্শন করছে।

সিওয়ানেও অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন শতাধিক মানুষ। ছাপড়ায় ৩টি ট্রেনে আগুন লাগিয়ে দেন বিক্ষোভরত ছাত্ররা। ছাপড়ার মাশরাখেও যুবকরা সরকারের এই নয়া পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। খাগরিয়া রেলওয়ে স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে টাটা লিংক ভেঙে রেলের চাকা আটকে দেয় বিক্ষোভকারীরা। মানসী থানা এলাকার ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্র সংগঠন। ভাগলপুর স্টেশনের কাছেও রেললাইন অবরোধ করেছেন হাজার হাজার শিক্ষার্থী।

Related Articles

Back to top button
error: