পার্থর ‘উদ্যোগে’ বিধানসভায় তুলে নেওয়া হল সাত বিজেপি বিধায়কের সাসপেনশন

টিডিএন বাংলা ডেস্ক: বিধানসভার নিয়ম ভঙ্গ করার অভিযোগে দুই ধাপে ৭ জন বিজেপি বিধায়ককে বিধানসভার অধিবেশন থেকে সাসপেন্ড করে ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এবার পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘উদ্যোগে’ বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী-সহ সাত বিজেপি বিধায়কের সাসপেনশন প্রত্যাহার করে নিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সাসপেনশন তুলে নিতেই এর প্রতিবাদে বিধানসভা চত্বরে চলা ধর্নাও তুলে নেন বিজেপি বিধায়করা।

প্রসঙ্গত, সাসপেনশন প্রত্যাহার করার দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন বিজেপি বিধায়করা। সেই মামলায় এই সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দেয় আদালত।