HighlightNewsআন্তর্জাতিক

কাতারে নারী শিল্পীর ডিজাইনে উন্মোচিত হল ২০২২ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল পোস্টার

টিডিএন বাংলা ডেস্ক: বুধবার প্রথমবারের মতো কাতারের দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে কাতারের নারী শিল্পী বুথাইনা আল মুফতাহের ডিজাইন করা ২০২২ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল পোস্টার উন্মোচন করা হল শিল্পীর হাত দিয়েই। যে পোস্টারটি উন্মোচন করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে আরব বিশ্বের ঐতিহ্যবাহী হেডওয়্যার বাতাসে নিক্ষেপ করা হচ্ছে। এটি কাতার এবং আরব বিশ্ব জুড়ে উদযাপন এবং ফুটবল ভক্তদের প্রতীক। তবে একটি নয় উন্মোচন করা হয়েছে সাতটি সমর্থনকারী পোস্টার সম্বলিত পোস্টারের একটি সিরিজ। ইতিপূর্বে বিশ্বকাপের লোগো ও মাসকট প্রকাশ করা হয়ে ছিল।

এই পোস্টার প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে আল মুফতাহ বলেন, ‘আমার বেশিরভাগ কাজ অতীতের অভিজ্ঞতা, স্মৃতি, বর্তমানের সাথে বেঁধে রাখা এবং সমসাময়িক পদ্ধতিতে সংরক্ষণাগারে ফোকাস করে। আমি চেয়েছিলাম পোস্টারগুলো এই থিম অনুসরণ করুক এবং কাতারের ফুটবল সংস্কৃতির গল্প বলুক।’ এ বিষয়ে ডেপুটি ডিরেক্টর-জেনারেল খালিদ আল মাওলাউই জানান, ‘এই অত্যাশ্চর্য পোস্টারগুলি ফুটবলের প্রতি আমাদের ভালবাসা এবং মধ্যপ্রাচ্য এবং আরব বিশ্বে প্রথম ফিফা বিশ্বকাপ আয়োজনে আমাদের উত্তেজনার প্রতীক।’

Related Articles

Back to top button
error: