HighlightNewsদেশ

বিহারে এআইএমআইএমের চার বিধায়ক যোগ দিলেন আরজেডিতে

টিডিএন বাংলা ডেস্ক: বুধবার বিকেলে বিহারে বড়সড় রাজনৈতিক রদ বদল ঘটে। বিহারে আসাদুদ্দিন ওয়াইসির দল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীনের পাঁচজন বিধায়কের মধ্যে চারজন যোগ দিলেন আরজেডিতে। এরফলে বিধানসভায় এক নম্বর দলে পরিণত হয়েছে লালুর দল আরজেডি।

এদিন তেজস্বী যাদব নিজেই গাড়ি চালিয়ে চার বিধায়ক শাহনওয়াজ, ইজহার, আনজার নয়ানি এবং সৈয়দ রুকুন্দিনকে স্পিকার বিজয় সিনহার চেম্বারে নিয়ে যান। এরপর তাঁরা তাঁদের সমর্থনের চিঠি জমা দেন। এর ফলে বিহারে এখন শুধুমাত্র এআইএমআইএম-এর রাজ্য সভাপতি এবং বিধায়ক আখতারুল ইমান ছাড়া আর কেউ রইলেন না।

তবে এই ভাঙ্গন নীতিশ সরকারকে প্রভাবিত করবে না। রাজ্যে সরকার গঠনের জন্য ১২২ জন বিধায়কের সমর্থন প্রয়োজন। সেক্ষেত্রে এনডিএ-এর কাছে বর্তমানে ১২৭ জন বিধায়ক রয়েছে। যার মধ্যে বিজেপির ৭৭ জন বিধায়ক এবং জেডিইউ ৪৫ জন বিধায়ক রয়েছেন।এছাড়া রয়েছেন জিতন রাম মাঞ্জির দল এইচএএম-এর ৪ জন বিধায়ক এবং একজন নির্দলীয় বিধায়ক। হাম ও নির্দলীয় বিধায়ক নিজেদের সমর্থন প্রত্যাহার করলেও সরকার সম্পূর্ণ নিরাপদ।

Related Articles

Back to top button
error: