টিডিএন বাংলা ডেস্ক: প্রাণনাশের হুমকি পেয়েছেন বিজেপির প্রাক্তন মুখপাত্র নবীন জিন্দাল। এদিন সকালে তিনি তিনটি ইমেল পেয়েছেন। যার সাথে উদয়পুরের ঘটনার ভিডিও সংযুক্ত করা হয়েছে। এ ব্যাপারে ইতিমধ্যেই থানায় অভিযোগ করেছেন নবীন জিন্দাল।
নবীন জিন্দাল জানিয়েছেন, সকাল ৬টা ৪৩ মিনিটে তাঁকে তিনটি ইমেল পাঠানো হয়েছিল। তাঁকে ও তাঁর পরিবারকে শিরশ্ছেদ করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। হুমকিতে লেখা হয়েছে, তাঁর ও তাঁর পরিবারের সঙ্গে উদয়পুরের ঘটনার মতোই আচরণ করা হবে।
এ বিষয়ে নবীন জিন্দাল একটি ট্যুইট করেছেন। ওই ট্যুইটের সঙ্গে হুমকি ভরা ইমেলের স্ক্রিন শটও সংযুক্ত করা হয়েছে। এ ব্যাপারে তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। ট্যুইটারে দিল্লি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও ট্যাগ করেছেন নবীন।
आज सुबह क़रीब 6:43 बजे मुझको तीन ईमेल आयी है, जिसमें #उदयपुर में भाई कन्हैया लाल की गर्दन काटने का विडियो अटैच करते हुए मेरी और मेरे परिवार की भी ऐसी गर्दन काटने की धमकी दी गई है मैंने PCR को सूचना दे दी है।@DCPEastDelhi @CellDelhi @CPDelhi तुरंत संज्ञान ले। pic.twitter.com/rhzyLbbdNg
— Naveen Kumar Jindal 🇮🇳 (@naveenjindalbjp) June 29, 2022
প্রসঙ্গত,মঙ্গলবার রাজস্থানের উদয়পুরে কানহাইয়া লালকে ধারালো অস্ত্র দিয়ে শিরশ্ছেদ করে দুই ব্যক্তি খুন করে। এই ঘটনার ঠিক একদিন পরই নবীন জিন্দালের কাছে এই ইমেলটি আসে। উল্লেখ্য, নবীন জিন্দাল নবী মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। এর ফলে তাঁকে বিজেপি থেকে বহিষ্কার করা হয়।