HighlightNewsরাজ্য

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক মৃত্যুর ঘটনায় ক্ষুদ্ধ নবান্ন, জারি নির্দেশিকা, গাফিলতি দেখলেই কঠিন ব্যবস্থা

টিডিএন বাংলা ডেস্ক: রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটনা সামনে এসেছে। যার ফলে সমালোচনার মুখে পড়তে হয়েছে প্রশাসনকেই। উঠেছে নজরদারির অভাব ও গাফিলতির অভিযোগ। এই ধরণের একের পর এক ঘটনা সামনে আশায় প্রচন্ড ক্ষোভপ্রকাশ করল নবান্ন। ভবিষ্যতে এই ধরণের ঘটনা যেন আর না ঘটে তাই নবান্নের তরফে জারি করা হয়েছে নির্দেশিকা। এবার থেকে রাজ্যজুড়ে নজরদারি বৃদ্ধি ও কোথাও গাফিলতি দেখলে কড়া ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে নবান্ন।

জানা গিয়েছে, মঙ্গলবার বিদ্যুৎ দফতর, সিইএসসি, কলকাতা পুরসভা-সহ সংশ্লিষ্ট দফতরগুলিকে নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেই বৈঠকে কী ভাবে বিদ্যুতের তার ও মিটার লাগালে দুর্ঘটনা এড়ানো যাবে, তার রূপরেখা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ ও দমকলকে। পুরনো আলোগুলি ঠিকমতো রয়েছে কিনা, একটি মিটার থেকে একাধিক লাইন টানা হচ্ছে কিনা, হুকিং রুখতে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে, বিদ্যুতের যে পোস্টগুলি থেকে খোলা তার রয়েছে সেগুলি কোন কোন জায়গায় রয়েছে প্রভৃতির উপর নজরদারি চালানো সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। মিটার বক্স একটি নির্দিষ্ট উচ্চতায় লাগানোর জন্য দমকল ও বিদ্যুৎ দফতর একটি গাইডলাইন দেবে বলে নবান্ন সূত্রে খবর।

Related Articles

Back to top button
error: