HighlightNewsদেশ

আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির বাজারে আবারও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি, মাথায় হাত সাধারণ মানুষের

টিডিএন বাংলা ডেস্ক: নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। প্রতিনিয়ত মূল্যবৃদ্ধির কারণে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। এরই মধ্যে আবারও মূল্য বাড়ানো হল রান্নার গ্যাসের। যার ফলে মাথায় হাত আমজনতার। সরকারি পেট্রোলিয়াম সংস্থাগুলি বুধবার সকালে জানিয়েছে ১৪.২ কিলোগ্রামের রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ এখন থেকে ১৪.২ কিলোগ্রামের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১০৫৩ টাকা। এর আগে ১৪.২ কিলোগ্রামের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১০০৩ টাকা ছিল। এমনিতেই অগ্নিমূল্য সমস্ত জিনিসের। তাঁর উপরে গত ২ মাসের মধ্যে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে প্রায় ১০৩ টাকা। রান্নার গ্যাসের দাম এই ভাবে প্রতি নিয়ত বাড়তে থাকায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন মধ্যবৃত্ত পরিবারগুলি।

জানা গিয়েছে, রান্নার গ্যাস সিলিন্ডারের দাম সবচেয়ে বেশি কলকাতায়। এখানে ১৪.২ কিলোগ্রাম গ্যাসের দাম ১০৭৯ টাকা। চেন্নাইয়ে সেই দাম ১০৬৮.৫০ টাকা দাঁড়িয়েছে। আর সবচেয়ে রান্নার গ্যাসের দাম কম মুম্বইতে। সেখানে ১৪.২ কিলোগ্রাম গ্যাসের দাম ১০৫২.৫০ টাকা। অন্যদিকে কমানো হচ্ছে বাণিজ্যিক রান্নার সিলিন্ডারের দাম। যা ফলে স্বস্তির নিশ্বাস ফেলেছেন হোটেল এবং রেস্তোরাঁর মালিকরা।

Related Articles

Back to top button
error: