HighlightNewsদেশ

“কত দিনের মধ্যে সমস্ত ভারতীয়কে করোনার টিকা দেওয়া হবে?” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে করোনা ভ্যাকসিন নিয়ে রাহুল গান্ধীর চার প্রশ্নবাণ

টিডিএন বাংলা ডেস্ক: সারা দেশজুড়ে লাগাতার করোনার সংক্রমণ বেড়েই চলেছে। রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যে করোনার সংক্রমণ রুখতে পুনরায় নাইট কারফিউ চালু করা হয়েছে। এই পরিস্থিতিতে গোটা দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে করোনার ভ্যাকসিন পাবার জন্য। দেশের মানুষের মনের এই প্রশ্নই এবার মন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে তুলে ধরলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

এদিন একটি টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে করোনার ভ্যাকসিন প্রসঙ্গে চারটি প্রশ্ন জিজ্ঞাসা করেন রাহুল গান্ধী। ওই টুইটে তিনি লেখেন,”প্রধানমন্ত্রীর গোটা দেশকে জানানো উচিত:
১) সমস্ত করোনার টিকা গুলির মধ্যে সরকার কোন করোনার টিকাকে নির্বাচন করবেন এবং কেন?
২) তাকে প্রথমে করোনার টিকা দেওয়া হবে এবং এর বিতরনের জন্য কি পদ্ধতি অবলম্বন করা হবে?
৩) বিনামূল্যে করোনার টিকা দেওয়ার জন্য কি পিএম কেয়ারস ফান্ডের ব্যবহার করা হবে?
৪) কত দিনের মধ্যে সমস্ত ভারতীয় কে ভ্যাকসিন দেওয়া হবে?”

Related Articles

Back to top button
error: