টিডিএন বাংলা ডেস্ক: দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৯১ লক্ষ। বেড়েছে দৈনিক সংক্রমন, মৃত্যুহার এবং সুস্থতাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার। মৃত্যু হয়েছে ৫১১ জনের। পাশাপাশি একদিনে সুস্থ হয়েছেন ৪১ হাজার। এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ লক্ষ ৪৩ হাজার।