মধ্যপ্রদেশে দরগার পাশে হনুমান মূর্তি স্থাপন নিয়ে সংঘর্ষ-অশান্তি; জারি ১৪৪ ধারা

টিডিএন বাংলা ডেস্ক: মধ্যপ্রদেশের নিমুচ শহরে একটি দরগার কাছে হনুমান মূর্তি স্থাপনকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে দুই গোষ্ঠীর মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরে কারফিউ জারি করা হয়েছে। এখনো পর্যন্ত এই ঘটনায় ৯ জনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তের সুবিধার্থে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে দরগার পাশে হনুমান মূর্তি স্থাপনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। সেই বচসার জের পৌঁছয় হাতাহাতি এবং সংঘর্ষে। অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দুই পক্ষকে আলোচনায় বসতে বলে। অভিযোগ, পুলিশের সেই পরামর্শে কান না দিয়ে আচমকাই একে অপরকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে বিক্ষোভকারীরা। ভাঙ্গা হয় বেশ কয়েকটি গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বাধ্য হয়েই টিয়ার গ্যাস ব্যবহার করে পুলিশ।

নিমুচের পুলিশ প্রধান সুরজ কুমার বর্মা জানিয়েছেন, সংঘর্ষ থামাতে গিয়ে একজন পুলিশ আধিকারিক আহত হয়েছেন, তবে সাধারন মানুষ আহত হননি। যদিও অশান্তি এড়াতে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পুলিশ প্রধান জানিয়েছেন, সোমবার রাতে যারা সংঘর্ষ বাঁধিয়েছে তাদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ধর্মীয় স্থানটি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা দেখতে এলাকার ভিডিওগ্রাফি করছে পুলিশ।