উত্তর কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখার কাছে ভেঙে পড়ল আর্মি চপার

টিডিএন বাংলা ডেস্ক: উত্তর কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে ভেঙে পড়ল ভারতীয় সেনার “চিতা হেলিকপ্টার”। জানা গেছে, ভারতীয় সেনার ওই হেলিকপ্টারে বর্ডার সিকিউরিটি ফোর্স-এর কিছু কর্মীরা যাচ্ছিলেন। উত্তর কাশ্মীরের গুরেজ সেক্টরের একটি প্রত্যন্ত এলাকায় আচমকাই দুর্ঘটনাগ্রস্ত হয় ওই চপারটি। ভারতীয় সেনার তরফ থেকে জানানো হয়েছে, হেলিকপ্টারটি ভেঙে পড়ার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। তবে, হেলিকপ্টার আকাশে ওড়ার পরেই এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সেনা। জানা গেছে, যে এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে সেটি পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখার কাছে অবস্থিত।