Highlightদেশ

৮ মন্ত্রীর পাল্টা, কেন্দ্রকে দিলেন ৮টি প্রশ্ন ডেরেক

টিডিএন বাংলা ডেস্ক : বিরোধীদের চাপে ফেলতে নজিরবিহীনভাবে আটজন কেন্দ্রীয় মন্ত্রীকে আসরে নামিয়েছিল বিজেপি নেতৃত্ব। বৃহস্পতিবার তাঁদের পাল্টা দিলেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন। এদিন একটি টুইটে তিনি কেন্দ্রীয় মন্ত্রীদের দিকে আটটি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। ডেরেকের পাল্টা দাবি, বিরোধীরা নয়। পার্লামেন্টের বাদল অধিবেশন দুদিন আগে শেষ করেছে বিজেপিই।

ডেরেক টুইটে লেখেন, সাংসদে ওবিসি বিলের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের বিতর্কে প্রধানমন্ত্রী নিখোঁজ ছিলেন কেন? বিজেপিকে খোঁচা দিয়ে তাঁর প্রশ্ন ছিল অধিবেশনে যখন দুই প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া এবং মনমোহন সিং উপস্থিত ছিলেন তখন কোথায় ছিলেন নরেন্দ্র মোদি?

ডেরেক ও ব্রায়েন টুইটে আরও অভিযোগ করেছেন, চলতি বাদল অধিবেশনে কেন্দ্রীয় সরকার মোট ৩৮টি বিল পাস করেছে। কিন্তু প্রতিটি বিলের জন্য গড়ে ১০ মিনিট সময় দেওয়া হয়েছিল। কেন ১০টি বিলের মধ্যে মাত্র একটি বিল সংসদীয় কমিটির কাছে যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে? কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে তাঁর পরের প্রশ্ন ছিল, ১০টি বিলের মধ্যে ৪টি অধ্যাদেশ ছিল কেন? এরপরই নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে তাঁর প্রশ্ন ছিল, গত পাঁচ বছরে রাজ্যসভায় একটি প্রশ্নেরও উত্তর দেননি। কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং যেখানে ২২টি প্রশ্নের উত্তর দিয়েছিলেন।

গত দুই বছরে কেন লোকসভায় ডেপুটি স্পিকার নিয়োগ করতে পারল না বিজেপি? সবশেষে তৃণমূল সাংসদ প্রশ্ন তোলেন, আপনারা কেন বিরোধী নেতাদের পেগাসাস ইস্যু, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বা কৃষি আইন নিয়ে আলোচনা করতে দিচ্ছেন না?

Related Articles

Back to top button
error: