টিকা না নিয়েই মিলল সার্টিফিকেট! যোগী রাজ্যের ঘটনায় নিন্দার ঝড়

টিডিএন বাংলা ডেস্ক : করোনার ছোবল থেকে বাঁচতে গোটা দেশজুড়ে সক্রিয়ভাবে চলছে টিকাকরণ। ভ্যাকসিন নিলেই পাওয়া যাচ্ছে ভ্যাকসিনেশন সার্টিফিকেট। কিন্তু এরমধ্যেই চাঞ্চল্যকর তথ্য উঠে এল টিকাকরণ সম্বন্ধে। উত্তরপ্রদেশের এক গ্রামে ভ্যাকসিন না দিয়েই প্রায় ৫০ জন গ্রামবাসীকে ভ্যাকসিনেশন সার্টিফিকেট দেওয়া হয়েছে বলে স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ।

ঘটনা হল, ২৪ জুন স্বাস্থ্যকর্মীদের একদল ওই গ্রামে ভ্যাকসিনেশন শিবির করে। সকলের টিকাকরণ হলেও ৫০ জনের টিকার ঘাটতি দেখা যায়। সেই সময় আশাকর্মীরা ওই ৫০ জনকে ভ্যাক্সিনেশন সার্টিফিকেট দিয়ে দেয়। সেই সঙ্গে প্রতিশ্রুতি খুব শীঘ্রই এসে তাদের টিকা দেওয়া হবে। কিন্তু দুর্ভাগ্যবশত ১ মাসের বেশি হয়ে গেলেও তাঁদের এখনও টিকা দেওয়া হয়নি। বিভিন্ন জায়গায় অভিযোগ জানানো হলেও সংশ্লিষ্ট আধিকারিকরা তাতে কর্ণপাত করেনি।

আসলে উত্তরপ্রদেশ সরকার আগস্ট মাসের ৩১ তারিখের মধ্যে ৫.৫ কোটি মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তাই গ্রামে গ্রামে গিয়ে শিবির করে টিকাকরণ চলছে জোরকদমে। প্রশ্ন উঠছে, সেই টার্গেট পূর্ণ করতে গিয়েই কি ভ্যাকসিন না দিয়েই ভ্যাক্সিনেশন সার্টিফিকেট দেওয়া হল?

তবে জেলা শাসক ঘটনাটি অস্বীকার করেছেন। তিনি জানান, “ইতিমধ্যে ৪ লাখ মানুষের টিকাকরণ হয়েছে এই অঞ্চলে। কেউ কখনও কোনও অভিযোগ জানায়নি। এটা বিশ্বাস করা খুবই কঠিন যে ভ্যাকসিন দেওয়া ছাড়াই ভ্যাক্সিনেশন সার্টিফিকেট দেওয়া হয়েছে।”

অন্যদিকে অঞ্চলের চিফ মেডিকেল অফিসার বলেন, “আমরা এই ঘটনা সম্পর্কে অবহিত ছিলাম না। যদি সত্যিই এরকম ঘটনা ঘটে থাকে তাহলে শাস্তির মুখে পড়তে হবে স্বাস্থ্যকর্মীদের।”